সুনামগঞ্জে ব্যবসায়ী সেজে কোটি কোটি...
সুনামগঞ্জে ভূয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চাঞ্চল্যকর ঘটনার সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে র্যাব।র্যাবের...
সুরমা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির লাশ
প্রতীকী ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামে সুরমা নদীতে ভেসে উঠেছে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় মরদেহটি নদীর পাড়ে তোলেন।
ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নির্দেশে এসআই (নি:) মোঃ এরশাদ আলী লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে দেখা যায়, মরদেহটি অস্বাভাবিকভাবে ফুলে গেছে এবং আংশিক পচে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃতদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী এক পুরুষের এবং মৃত্যু ঘটেছে প্রায় ৪ থেকে ৫ দিন আগে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী জানিয়েছেন, লাশটি তাদের এলাকার কোনো ব্যক্তির নয়।
লাশের পরিচয় শনাক্তকরণের জন্য স্থানীয় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এবং সিআইডি টিমকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অজ্ঞাত মরদেহটি উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে আমরা পিবিআই ও সিআইডির সহায়তা নিচ্ছি। কেউ যদি মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেন, তাহলে ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ করছি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ লাশের পরিচয় উদঘাটন ও মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।
টিএ/ছাতক