কর্মী সভায় চাকসু মামুন

মানুষের মনে কষ্ট দেবেন না, দলে অনৈক্য সৃষ্টি করবেন না

post-title

সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেছেন, আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না এবং দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করে দেব, জকিগঞ্জ-কানাইঘাট বিএনপির ঘাঁটি। এই অঞ্চল থেকেই আমরা শুরু করতে চাই-বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই, সবাই এক। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির  বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটে। গুম-খুন, অত্যাচার-নির্যাতন, ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ স্বৈরাচারমুক্ত। মহান রাব্বুল আল আমিন স্বৈরাচারী শেখ হাসিনাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছেন।

এ বিষয়গুলো সামনে এনে আমাদেরকে দেশ ও দলের বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিশেষ করে তৃণমূলে কর্মীরা দলে প্রাণ।এজন্য তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

পৌর বিএনপি নেতা আব্দুল করিমের সভাপতিত্বে ও পৌর কৃষকদলের আহবায়ক রাশেদুল হাসান টিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, জেলা কৃষকদলের সদস্য মাহবুবুল আলম, পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙ্গালী, কোষাধ্যক্ষ্য আবুল বাশার, ছাত্রবিষয়ক সম্পাদক রুহুল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলনেতা বদরুল আলম, বিএনপি নেতা প্রবীণ মুরব্বী আব্দুল মালিক বটই মহাজন, আল আামীন, আবুল হাশিম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক