দোয়ারাবাজারে স্বাস্থ্য কেন্দ্র...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র তালাবদ্ধ থাকায় হয়রানির স্বীকার হয়েছেন পরিদর্শনে আসা উপজেলার দায়িত্বরত...
কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন
ছবি সংগৃহীত
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে ৫৪ বছর পর দেখা গেল এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ। ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
১ বছরের মধ্যে জন্ম নেওয়া শিশু ও মৃত্যুবরণ করা নাগরিকদের নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে করার এই কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন পর এমন উদ্যোগে সরকারি সেবার সুফল পেয়ে খুশি হয়েছেন।
এই মহৎ উদ্যোগের নেতৃত্ব দেন ৫ নং চরমহল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পিংকু দাস ও ৮ নং ওয়ার্ড সদস্য ও সাংবাদিক অজিত কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন এনটিভির ইউরোপ প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম, চরমহল্লা ইউপির হিসাব সহকারী বিকাশ দাস, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য আনোয়ারা বেগম, লোকমান আলীসহ আরও প্রমুখ।
স্থানীয়রা জানান, ৫৪ বছর পর ইউনিয়নে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে সাধারণ মানুষ সরকারের সেবা কার্যক্রমে নতুনভাবে যুক্ত হতে পারছে।
উদ্যোগের আয়োজক প্রশাসনিক কর্মকর্তা পিংকু দাস বলেন, “আমাদের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
টিএ/ছাতক