ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম”...
প্যারিস (ফ্রান্স) প্রতিনিধী: শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক,...
ছবি সংগৃহিত
সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে আটক শ্যালক হানিফ উদ্দিন সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সুমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে নোমান উদ্দিনকে হত্যার অভিযোগ তুলে নিহতের স্বজনরা। তাঁদের দাবি-ঘটনার নেপথ্যে পারিবারিক সম্পত্তি ও বাড়ির মালিকানা নিয়ে বিরোধই মূল কারণ।
নিহত নোমানের ভাই রিয়াজ উদ্দিন জানান, ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত এবং প্রকৃত খুনীদের শাস্তি নিশ্চিত না হলে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবো।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত তথ্য বের করতে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে নিজ দোকানে এসে সকাল ১১ টার দিকে নিখোঁজ হন। ২ অক্টোবর বাড়ির অদূরে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে ব্যবসা শুরু করেন।
এসএ/সিলেট