ইতিহাস গড়ল হাইওয়ে পুলিশ; সিলেটে ৭২ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দে রেকর্ড সাফল্য

দীর্ঘ অর্ধশতাব্দী পর সিলেটের মহাসড়কে হাইওয়ে পুলিশের নজিরবিহীন অভিযান

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়।

ঘটনাটি ঘটে সোমবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে। শেরপুর হাইওয়ে থানার এএসআই মোঃ মহরম আলীর নেতৃত্বে কনস্টেবল রিফাত কাজী (কং/২৫৫), রুমান মিয়া (কং/১২৮), জুবায়েদ মিয়া (কং/২২৬) ও ড্রাইভার নায়েক অরুপ সরকার (নং ৭৯) দিবাকালীন মোবাইল ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ভারতীয় পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছে।

পরে তারা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন বিজনা ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন কাভার্ডভ্যানটি (নম্বর: ঢাকা মেট্রো-ট-২০-১৭৬৩) সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়িটির পেছনের ডালায় ৪০০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়।

জব্দকৃত জিরার প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১২,০০০ কেজি জিরা ছিল, যার বাজারমূল্য আনুমানিক ৭২ লক্ষ টাকা। জব্দকৃত জিরার প্যাকেটগুলোতে “2025 UNJHA’S FAMOUS K.S. GOLD Jeera” লেখা ছিল, যা ভারতের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই (নিঃ) জামিল হাসান অনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকরণ প্রক্রিয়া সম্পন্ন করেন।

জব্দকৃত কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, মোঃ বাবুল হোসেন (৩৫), পিতা: মোস্তাফা মিয়া, সাং: সন্তেশপুর, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর। মোঃ কামাল তালুকদার (৩৬), পিতা: হানু মিয়া, সাং: বানিয়াচং, ডাক: শ্যামগ্রাম, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এ বিষয়ে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ নিয়মিতভাবে মহাসড়কে অভিযান পরিচালনা করছে। অবৈধ পণ্য পরিবহনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যানটি বর্তমানে শেরপুর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

টিএ/ছাতক