হবিগঞ্জে বিজিবি'র অভিযানে অর্ধকোটি...
হবিগঞ্জের মাধবপুরে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল উদ্ধার করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার...
ছবি সংগৃহিত
হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর ছেলে নুর উদ্দিন, নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জাকারিয়া, আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে শাহজাহান মিয়া, কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার ছেলে শাহীন মিয়া, পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের ছেলে ওয়াহিদ মিয়া, মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাইর ছেলে আব্দুল করিম জুনেদ, কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর ছেলে মো. ইউসুফ, হলহলিয়া বাবুল মিয়ার ছেলে মো. এনামুল হক, ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের ছেলে মো. জামাল মিয়া, ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার ছেলে রিপন মিয়া, বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র ছেলে নয়ন মিয়া, দেউন্দি গ্রামের আনজব আলীর ছেলে মো. আতর আলী, দেউন্দি মো. আনজব আলীর ছেলে মো. নুরুল ইসলাম, কাঠালবাড়ি, বদরগাজির ওয়াহিদ মিয়ার ছেলে মো. সারাজ মিয়া।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে সেখানে সকাল থেকে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম।
অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় কয়েকটি ট্রাক ভর্তি বালুসহ হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
এসএ/সিলেট