টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ–আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বুধবার (৮ অক্টোবর) টসে জিতে ব্যাটিংয়ের...
ছবি সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর খেই হারিয়েছে টাইগ্রেসরা। শুক্রবার (১১ অক্টোবর) নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এ দিন গুয়াহাটিতে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বোলাররা তাদের কাজটা ঠিক মতো করলেও ব্যাটাররা হয়েছেন চরমভাবে ব্যর্থ।
২২৮ রান তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৯ ওভার ৫ বলে ১২৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।
১০০ রানের বড় হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন রাবেয়া খান। বাজে হারের ব্যাখ্যায় তিনি বলেন, ‘গত ২ ম্যাচে আমরা হেরেছি। ব্যাটিং ধসটাই আমাদের বেশি ভোগাচ্ছে। বোলিং, ফিল্ডিং দারুণ হচ্ছে। এটা ধরে রাখতে হবে। শুরুতে বেশি উইকেট হারিয়ে ফেলেছি।’
স্বীকৃত ব্যাটাররা ভালো ব্যাটিং না করলে ম্যাচ জেতা সম্ভব না জানিয়ে রাবেয়া বলেন, ‘এটা আসলে ব্যাটারদেরই জিজ্ঞেস করা উচিত। লোয়ার অর্ডার থেকে যত ভালো স্কোরই আসুক, ওপর থেকে রান না এলে ভালো করা কঠিন। উইকেট একই ছিল। আমরা খেলতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা।’
এসএ/সিলেট