লাগারে লাগা, ছাতক-দোয়ারায় ধান লাগা, সবুজ মাঠে হাসি ফোটা- কলিমউদ্দিন মিলন

post-title

ছবি মোঃ তাজিদুল ইসলাম

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ৩ বারের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, “লাগারে লাগা, ছাতক-দোয়ারায় ধান লাগা,সবুজ মাঠে সোনার হাসি ফোটাও!”

ধানের শীষের পতাকা উড়িয়ে, আমরা এগিয়ে যাব নতুন বাংলাদেশ গড়ার পথে।

তিনি বলেন, বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা।

ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে এক হয়ে গেছে। তারা জানে, ধানের শীষই পারে জনগণের অধিকার ফিরিয়ে আনতে।”

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে বিএনপি ইতোমধ্যে ঘরে ঘরে লিফলেট বিতরণ করছে জানিয়ে মিলন বলেন, “আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি— তাদের জানাচ্ছি মুক্ত গণতন্ত্রের অঙ্গীকার। প্রতিটি মানুষ আজ পরিবর্তনের পথে দৃঢ় সংকল্পবদ্ধ।”তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। তাই ভয় বা দমন-পীড়ন কোনো কিছুই আমাদের আন্দোলনকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত বিজয় হবে জনগণের— বিজয় হবে গণতন্ত্রের।”তিনি বলেন, এখন আর সাধারণ মানুষকে ‘বেহেশতের টিকিট’ দেখিয়ে বিভ্রান্ত করা যাবে না। যারা স্বপ্ন দেখিয়ে, ভয় দেখিয়ে কিংবা ধর্মীয় আবেগকে ব্যবহার করে জনগণকে হয়রানি করেছে, তাদের সেই সুযোগ শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, বেহেশতের টিকিট দেখিয়ে আর কাউকে ধানের শীষ থেকে দূরে রাখা সম্ভব নয়। জনগণ এখন সচেতন—তারা জানে কে সত্যের পক্ষে, কে প্রতারণার আশ্রয় নেয়।

বিভিন্ন কৌশল ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে হেয়প্রতিপন্ন করার সময় শেষ। এখন দেশের মানুষ নিজেদের অধিকার ও অবস্থান সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

বুধবার (৮ অক্টোবর) দুপুর থেকে ছাতক উপজেলা ও পৌর এলাকার ১৩টি ইউনিয়নসহ সব ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে মড়ল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। বিকেল চারটার দিকে সেখান থেকে শুরু হয় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।

হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ছাতক শহর একসময় মিছিলের নগরীতে পরিণত হয়। বিভিন্ন শ্লোগানে মুখরিত এই মিছিলে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সরকারের সমালোচনা করে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। 

এ সময় উপ‌স্থিত ছি‌লেন,শামছুল হক নমু সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহ্বায়ক এখলাছুর তালুকদার,হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ছাতক উপজেলা বিএনপি আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, জসিম উদ্দিন , কয়েছ আহমেদ,জাহেদুল ইসলাম আবাব, আজিজুর রহমান, শামীম আলম নোমান,  আব্দুল হক, হাজী আশিদ আলী,মনির উদ্দিন ,মোঃ বাকি বিল্লাহ, সৈয়দ জাহাঙ্গীর আলম, বাহার উদ্দিন শাহী, না‌জির মিয়া,সা‌বেক মেম্বার লালা মিয়া প্রমুখ । 

তাজি/ছাতক