নিউইয়র্কে সেনেট ও এসেম্বলির বিশেষ...
প্রবাসী বাংলাদেশিদের গর্ব বাড়িয়ে দিলেন এনটিভি ইউরোপের সিইও ও প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে তিনি সেনেট ও...
ছবি সংগৃহীত
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেয়েছেন এনটিভি ইউরোপ ও দৈনিক সিলেট বানী পত্রিকার সাংবাদিক তাজিদুল ইসলাম।
গত ৮ নভেম্বর (বুধবার) দুপুরে সিলেট হাইওয়ে রিজিয়নের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রেজাউল করিম তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
সিলেটের জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখায় এ স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী, সিলেট বিভাগের বিভিন্ন হাইওয়ে থানার কর্মকর্তা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি অজিত কুমার দাশ।
সম্মাননা প্রদান উপলক্ষে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন,“সাংবাদিক তাজিদুল ইসলাম একজন সাহসী, দক্ষ ও নির্ভীক সংবাদকর্মী। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করছেন। ভবিষ্যতেও তার এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক তাজিদুল ইসলামের নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার প্রশংসা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে তার ভূমিকার স্বীকৃতি জানান।
সম্মাননা প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক তাজিদুল ইসলাম বলেন,এ সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যেতে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের আস্থাভাজন সংবাদকর্মী হতে চাই।”
উল্লেখ্য, সাংবাদিক তাজিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার ছাতক অঞ্চলে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন।
টিএ/ছাতক