সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭...
গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহীই সর্বাধিক—১৫১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৩...
ছবি সংগৃহিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌণে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের মইনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয় নি র্যাব-৯।
জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌণে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন নয়নপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের মাদক ব্যবসায়ীরা ২টি লাল প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ২টি লাল প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১৬ বাণ্ডেল নীল পলিথিনের উপর খাকী রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’
এসএ/সিলেট