দোয়ারাবাজারে স্বাস্থ্য কেন্দ্র...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র তালাবদ্ধ থাকায় হয়রানির স্বীকার হয়েছেন পরিদর্শনে আসা উপজেলার দায়িত্বরত...
দোয়ারায় বাঁশের ব্যারিকেড স্থাপন
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদী হতে অবৈধভাবে বালু লুট ঠেকাতে ব্যারিকেড স্থাপন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে নদীর শরীফপুর গ্রামসংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাঁশের এই ব্যারিকেড স্থাপন করা হয়।
দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে নদী থেকে বালু উত্তোলন চলছিলো,প্রশাসনের কঠুর নজরদারি আর অভিযানের পরেো বালু উত্তোলন নিয়ন্ত্রণে আসছিলোনা। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও কৃষিজমি ও বসতবাড়ি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয়দের সাথে আলোচনায় জানা যায়, নদীর প্রবেশ মুখে প্রশাসন কর্তৃক ব্যারিকেড স্থাপনের এ উদ্যোগের ফলে এলাকার মানুষ চিন্তামুক্ত হয়েছেন।তারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় মনে করেন।
এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, ‘চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। একাধিকবার অভিযান পরিচালনা করেও নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু খেকুরা এসব তান্ডব চালাচ্ছিলো। তাই নদীর প্রবেশ মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট