ভারতের ত্রিপুরায় 'চোর সন্দেহে'...
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি-৫৫...
৬ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ
ছবি সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের তৎপরতায় আটক হলো অবৈধভাবে আনা ভারতীয় জিরার একটি বড় চালান। প্রায় ৬ লাখ টাকার জিরাসহ একটি কাভার্ড ভ্যান ও তিন কারবারিকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রোববার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্প এলাকায়। নিয়মিত চেকপোস্টে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে পাচারের এ চিত্র।
হাইওয়ে পুলিশের সূত্র জানায়, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৭১৯৪) তল্লাশি করে ভারতীয় ঝটজঅঔ কোম্পানির ২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। আটককৃতরা হলেন—চালক কুড়িগ্রামের সুরুজ মিয়া (৫৫), হেলপার রনি ইসলাম (২১) রংপুর থেকে এবং সহকারী মো. নাদিম (৩২) কেরানীগঞ্জ থেকে।
সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারত থেকে অবৈধ পথে পণ্য আসছে। নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহভাজন ভ্যান থামানো হয়। তল্লাশির সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়।”
তিনি আরও জানান, “দেশে অবৈধভাবে বিদেশি পণ্য প্রবেশের চেষ্টা যে-ই করুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের অভিযান চলমান থাকবে।”
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সঞ্জয় দাস বলেন, “অলিপুর এলাকায় চেকপোস্ট চলাকালে ভ্যানটি থামিয়ে তল্লাশি করি। এতে ভারতীয় তৈরি জিরা পাওয়া যায়। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জব্দ করা কাভার্ড ভ্যান ও পণ্য থানায় রাখা হয়েছে।”
স্থানীয়রা বলছেন, সীমান্ত ঘেঁষা এলাকায় দীর্ঘদিন ধরেই ভারতীয় পণ্য পাচার হচ্ছে। তবে হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান চোরাকারবারিদের কার্যক্রমে বড় ধাক্কা দেবে বলে তাদের আশা।
এসএ/সিলেট