কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ শিক্ষক সংবর্ধিত

post-title

ছবি সংগৃহিত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে আলোচনাসভা, গুণী শিক্ষক সংবর্ধনা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সংবর্ধিত ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, আবুল মনছুর, গুণী শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার ৫ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন গুণী শিক্ষক পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তার।

এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল মনছুর এবং মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল আহমদ খান। সভাশেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

এসএ/সিলেট