শাবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘সাস্ট হাফ ম্যারাথন ২০২৫’

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে আয়োজন হতে যাচ্ছে ‘সাস্ট হাফ ম্যারাথন ২০২৫’।  ইভেন্টটি চলতি বছরের ১২ ডিসেম্বর তারিখে আয়োজিত হবে। এই ইভেন্টটি আয়োজন করছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যতম শারীরিক ও মানষিক স্বাস্থ্য বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটন্যাস ক্লাব’।

শুক্রবার (৩ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আসন্ন ইভেন্টটিতে, হাফ ম্যারাথন ২১.১, ৭.৫ রান এবং বাচ্চাদের জন্য ১.৫ রান এই তিনটি ক্যাটাগরিতে মোট এক হাজার জন রানার অংশগ্রহণ করবে। গত ২৬ সেপ্টেম্বর থেকে সীমিত সংখ্যক স্লটে রেজিষ্ট্রেশন চলমান রয়েছে। আগ্রহীরা সাস্ট ফিটন্যাস ক্লাব’র অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে রেজিষ্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনটি। এর আগেও সংগঠনটির আয়োজনে প্রথমবারের মতো ৪০০ জন অংশগ্রহনকারী নিয়ে  আয়োজিত হয়েছিল ল্যাংগুয়েজ লেজেসি রান ৭.৫।

ইভেন্টটির ব্যাপারে সংগঠনের সভাপতি মো. তারেকুল ইসলাম বলেন, ‘সাস্ট ফিটন্যাস ক্লাব’র এর  রানিং ইভেন্ট, শাবিপ্রবি ক্যাম্পাসের সংস্কৃতিক অঙ্গনে নতুন সংযোজন। আমরা চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ল্যাংগুয়েজ লেজেসি রান ৭.৫ নামে প্রথম রানিং ইভেন্ট আয়োজন করেছিলাম। আমাদের সেবার গুনগত মান এবং সার্বিক পরিচালনায়, সারাদেশ ব্যাপী রানার কমিউনিটিতে, বহুল প্রশংসিত হয়েছিলাম। এবার আমরা হাতে সময় নিয়ে এবং সুপরিকল্পিতভাবে এগোচ্ছি এবং আশা করছি, এই ইভেন্টটির সাফল্য আমাদের আগের সাফল্যকেও ছাড়িয়ে যাবে।




এসএ/সিলেট