শাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হাফিজুল-হীরা

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা  হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হীরা আক্তার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহŸায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম-আহ্বায়য়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া ও লোকমান মিয়া। যুগ্ম সদস্য সচিব হয়েছেন আরিফ হোসাইন, আবরার বিন সেলিম, রুবেল মিয়া, হাসানুজ্জামান রাফি, আশিক রহমান ও তাওহীদুল ইসলাম।

নতুন এ কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন শুয়াইব আহমেদ চৌধুরী, মিডিয়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু নাঈম চৌধুরী, পরিবেশ ও পর্যটন সম্পাদক আবিদ খান মৌ এবং ক্রীড়া ও ডেভেলপমেন্ট সম্পাদক হয়েছেন জুবায়ের রায়হান।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আলতাফুর রহমান তাসনিম, মোস্তাফিজুর রহমান রায়হান, আদিব খান, মো. আবু ওবাইদা সিদ্দিকী, মো. শাহরিয়ার রশিদ, সাজেদুল কবির শাওন, তাজুল ইসলাম রুপক, আবরার আদিব, নিয়ামুল ইসলাম নিরব, ইশমামুল আমান, মোফাজ্জল আহমেদ শাকিল, মো. রবিউল, শাহরিয়ার নাফিজ, সাইয়েদ মানজির-ই-তাসনিম, আব্দুস শহিদ মুজাহিদ, তাসনিম আল মামুন, মারুফ হাসান তানিম ও এহতেশামুর রহমান ইবতে।

এসএ/সিলেট