কুলাউড়ায় ভারতীয় বিড়ি ও সিগারেট...
মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল-উস-সামাদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন মণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সদস্য ও স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা এবং পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ৪৬ বিজিবির (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্নেল মোহাম্মদ সোহেল-উস-সামাদ বলেন, বিজিবি সর্বদা দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এ বছরও হিন্দু ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে সর্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসএ/সিলেট