ভারতের ত্রিপুরায় 'চোর সন্দেহে'...
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি-৫৫...
ছবি সংগৃহিত
হবিগঞ্জে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হবিগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক টাইফয়েড থেকে মুক্ত থাকতে যথাসময়ে ভ্যাকসিন নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। সারা দেশে শীঘ্রই টাইফয়েড ভ্যকসিনেশন কার্যক্রম শুরু হবে।
ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে তরুণ স্বচ্ছাসেবীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
তিনি কর্মশালায় আগত গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের এই ক্যাম্পেইন সফল করতে যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. আসাদুজ্জামান কাউছার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, গণোযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরীফা ইয়াছমিন এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতনিধি কাজী দিল আফরোজ ইসলাম।
ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধশত তরুণ স্কাউট ও গার্লস গাইড ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট