হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানি ঘটে।

নিহত ছাত্রের নাম হাফেজ মো. আশরাফুল ইসলাম মুরাদ (১৫)। তিনি মাধবপুরের হযরত শাহজালাল আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।  আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে। অপরজন তার ফুফাতো ভাই ইমন মিয়া (১৭)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট