ভারতের ত্রিপুরায় 'চোর সন্দেহে'...
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি-৫৫...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাসই ও যাত্রাপাশা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাসই গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারা বাঁধার জন্য পার্শ্ববর্তী ঝোপ থেকে বেত কাটতে গেলে যাত্রাপাশা গ্রামের হাসান মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনার জেরে দুজনের মধ্যে হাতাহাতি ঘটে। এরপর উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
এসএ/সিলেট