মৌলভীবাজারে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহিত

মৌলভীবাজার জেলা তথ্য  অফিসের আয়োজনে  শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে Youth Volunteers from Girls Guide and Bangladesh Scouts এর তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মহিলা সংস্থার হলরুমে কর্মশালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর আহম্মদ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ভলান্টিয়ারদের টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমে এগিয়ে আসতে হবে এবং সার্বিক সহযোগিতা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন  রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং শিশু-কিশোররা যেন ভ্যাকসিন থেকে বাদ না পড়ে সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. বর্নালী দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) চৌধুরী রাজিব মোস্তফা এবং সিলেটের ইউনিসেফ ও WHO-এর প্রতিনিধি। ওরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে ৪৫ জন তরুণ স্কাউট ও গার্লস গাইড ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।






এসএ/সিলেট