কোম্পানীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আরও ২ মামলায় আটক

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে আরও দুটি মামলায় আটক দেখানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তাকে সিলেটের আদালতে হাজির করা হলে কোম্পানীগঞ্জ ভূমি অফিসের দায়ের করা বালু ও পাথর চুরির মামলায় তাকে আটক দেখায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘ভূমি অফিসের দায়ের করা মামলাসহ মোট দুটি মামলায় সাহাব উদ্দিনকে আটক দেখানো হয়েছে। তাকে আজ আদালতে তোলা হলে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।’

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

প্রসঙ্গত, সাহাব উদ্দিন ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি তার সভাপতির পদ স্থগিত করে।

এসএ/সিলেট