সিলেট -৫ আসনে দলীয় প্রার্থী...
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ আসনে বিএনপির দলীয় প্রার্থীর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার রাত ১০ টায় সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে...
শেরপুরে হাইওয়ে পুলিশের নতুন দিগন্ত
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
“আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসা প্রত্যেক মুসলমানের জন্য পবিত্র দায়িত্ব”—এই আহ্বান জানিয়ে শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি মুসলমানদের হৃদয়ের শান্তি ও ঐক্যের কেন্দ্রবিন্দু। তাই এই মহৎ কাজে ধর্মপ্রাণ সকল মুসলমানকে আন্তরিকভাবে যুক্ত হওয়ার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান। সঞ্চালনায় ছিলেন হাইওয়ে থানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আল আমিন যুক্তিবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু মিয়া চৌধুরী।
এছাড়াও অংশ নেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক মোঃ শাহাব উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম, বিএনপি নেতা এমদাদ মোহাম্মদ সিরাজ ও শাহাবুদ্দিন আহমেদ, শেরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধন মিয়া, ব্যবসায়ী আহজারুল ইসলাম শাপলু, মোঃ ফয়জুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা শেষে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন মুফতি আল আমিন যুক্তিবাদী। এতে মসজিদের দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হওয়া এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
স্থানীয় মুসলমানদের বিশ্বাস, এ মসজিদ নির্মাণ কেবল ইবাদতের স্থান বৃদ্ধি নয়; বরং সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সুদৃঢ় করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এসএ/সিলেট