কাকুয়ারপাড় থেকে ভারতীয় প্লাস্টিকের...
সিলেটে চেকপোস্ট বসিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় বিমানটিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময়...
ছবি সংগৃহীত
সিলেটে চেকপোস্ট বসিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় বিমানটিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার গজারিয়াপাড়ার মো. মজিবুর শেখের ছেলে শহিদুল, একই থানার উত্তর গজারিয়াপাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও সিলেটের গোয়াইনঘাট থানার জাঙ্গাইল গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে নুরুল হক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় বিমান টিলার সামনে চেকপোস্ট বসায় এয়ারপোর্ট থানাপুলিশ। এসময় একটি ট্রাক আটকে তল্লাশি করা হয়। ট্রাকের ভেতর থেকে প্লাস্টিকের তৈরি ভারতীয় ছোট-বড় পাইপ জব্দ করা হয়। একই সাথে আটক করা হয় তিন ব্যক্তিকে।
জব্দকৃত ভারতীয় প্লাস্টিকের পাইপের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৮৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট