নগরীতে ডিবির অভিযানে ভারতীয় বাইকসহ...
সিলেটে অবৈধ ভারতীয় ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানার দর্শন...
ছবি সংগৃহিত
সিলেটে অবৈধ ভারতীয় ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক খলিলুর রহমান তারেক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের শওকত আলীর ছেলে এবং বর্তমানে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের রোড নং–১ এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকায় শিমু মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত সিলভার ও কালো রঙের মোটরসাইকেল (যার গায়ে ইংরেজিতে লিখা আছে YAMAHA R15 মডেল নং- V3), ইঞ্জিন নং- B317676620280, চেচিস নং- MEIRG6718L0038634 সহ এক যুবককে আটক করা হয়।
আটককৃত মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। বাইকটি অবৈধভাবে ভারত থেকে এনে স্থানীয়ভাবে ব্যবহার করা হচ্ছিল বলে জানায় পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
এসএ/সিলেট