মৌলভীবাজার সীমান্তে ১২ রোহিঙ্গাকে ‘পুশইন’ ভারতের

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাতামোড়াল পান পুঞ্জি সীমান্ত দিয়ে ১২ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের পুশইন করা হয়। এ সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে হেফাজতে নিয়েছে। আটককৃতদের মধ্যে পুরুষ ৩ জন, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

বিজিবি ব্যাটালিয়ন-৫২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘তাদের সকাল ৬টা ৩০ মিনিটের দিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। রোহিঙ্গাদের কাছে কোনো পরিচয়পত্র না থাকার কারণে তথ্য যাচাই করতে সময় লাগতে পারে।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতদের রাত ১০টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তারা বর্তমানে কক্সবাজারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এসএ/সিলেট