শাবি শাখা ইসলামী ছাত্র...
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫-২৬ সেশনের পূনর্গঠন সম্পন্ন হয়েছে।এতে শাবিপ্রবি শাখার...
ছবি সংগৃহিত
সিলেটে ইবনে সিনা হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী এবং যুগ্ম সম্পাদক জাকির আহমদ চৌধুরী বিবৃতিতে বলেন, ‘মানুষ মরণশীল। কিন্তু কোনো রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
সংগঠনের পক্ষ থেকে নিহত রোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
এসএ/সিলেট