আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল...
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা কর্মসূচি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪...
ছবি সংগৃহীত
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির সাথে সর্বস্তরের ব্যবসায়ীদের এক জরুরী সাধারণ সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সমিতির মদীনা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির আহবায়ক হাজী আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির সাবেক কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা মাসুম আহমদ। সভার শুরুতে এডহক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন এডহক কমিটির অন্যতম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: আজিম উদ্দিন। বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন এবং এডহক কমিটির সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ব্যবসায়ীদের পড়ে শুনান এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন। সভায় গঠিত উপ-কমিটিগুলোর নাম ঘোষণা করেন এডহক কমিটির অন্যতম সদস্য (উপদেষ্টা পদ মর্যাদা) আল মদিনা জামে মসজিদের মোতওয়াল্লী হাজী খলিলুর রহমান খান।
এডহক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম সদস্য সচিব উসমান গণি, এডহক কমিটির সদস্য (উপদেষ্টা পদ মর্যাদা) ও অর্থ উপ-কমিটির প্রধান হারুনুর রশিদ, এডহক কমিটির সদস্য (উপদেষ্টা পদ মর্যাদা) বাবু ননী গোপাল দত্ত, এডহক কমিটির সদস্য (উপদেষ্টা পদ মর্যাদা) বাবু বলাই দত্ত, মাসুদ চৌধুরী, এডহক কমিটির অন্যতম সদস্য ও নির্বাচনকালীন আপিল বোর্ডের সদস্য, শাহ খুররম ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুস শহিদ, এডহক কমিটির সদস্য ও গঠনতন্ত্র সংস্কার উপ-কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, এডহক কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার সিটি মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, এডহক কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার রুবেল বকস, এডহক কমিটির সদস্য ও অর্থ উপ-কমিটির সদস্য শিহাব খান, এডহক কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার আজিজ খান সজিব। সভায় আল মদিনা জামে মসজিদ কমিটির আবেদনের প্রেক্ষিতে মসজিদ নির্মাণের জন্য সমিতির ফান্ড থেকে টাকা ঋণ দেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আমির হোসেন, সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুস সত্তার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম আহমদ, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল জব্বার শাহী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মুহিবুর রহমান, আব্দুল বাসিত মহসিন, হাবিবুর রহমান, সমিতির সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজ, জুনেদ আহমদ, জুয়েল আহমদ, নানু মিয়া ও মাওলানা জুনেদ আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম সাচ্ছু, এনাম হোসেন, জামাল আহমদ, নিজাম উদ্দিন, বশির আহমদ, কামাল আহমদ, হযরত আলী তালুকদার ও এম সুয়েব আহমদ প্রমুখ।
এসএ/সিলেট