আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল...
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা কর্মসূচি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪...
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহিত
নগরীর কুমারপাড়া ঝর্ণারপার এলাকায় এক যুক্তরাজ্য প্রবাসী নারীর বাসা দখলের অভিযোগ পাওয়া গেছে। ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও ইসলামপুরের মনোয়ারা বেগম ৫১ লক্ষ টাকায় বাসা ক্রয় করেও এর দখল পাচ্ছেন না।
বাসা বিক্রেতা উল্টো তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। বাসা উদ্ধারে ওই প্রবাসী নারী সিলেটের নবাগত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রোববার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবব্যে প্রবাসী নারীর জামাতা সিরাতুল আম্বিয়া টিপু জানান, নগরীর কুমারপাড়া ঝর্ণারপার এলাকার আশরাফ আলী উরফে ফয়ছলের কাছ থেকে ২ শতক ৮৮ পয়েন্ট জায়গাসহ পাকা ঘর বাসাটি ক্রয় করেন তার শ্বাশুড়ি। যার মৌজা মিউনিসিপালটি জেএল নং ৯১, এসএ খতিয়ান ১৫২৬ ও নামজারিকৃত ১১৩৮১ নম্বর খতিয়ানের অন্তর্গত।
সেটেলমেন্ট জরিপে ১০২৫৯ নম্বর দাগের ভ‚মি যা বিএস জরিপ ৮৩৬৪ ও ভিপি ৩৪৪৯ খতিয়ানের অন্তর্গত বিএস জরিপ ৮৪৯২ দাগের ভ‚মি ও স্থাপনা। যার চতু:সীমা উত্তরে সিটি কর্পোরেশনের রাস্তা, দক্ষিণে অত্র দাগের ভ‚মি, পূর্বে ৬ ফুট প্রস্থ রাস্তা, পশ্চিমে অত্র দাগের ভ‚মি টিনসেড বাড়ি।
সংবাদ সম্মেলনে টিপু জানান, তার শ্বাশুড়ি বাসা ক্রয় করার পর বিক্রেতা আশরাফ আলী ফয়ছলের থাকার জায়গা না থাকায় ভাড়াটিয়া হিসেবে থাকার অনুমতি চান। মনোয়ারা বেগম মানবিক বিবেচনায় তাকে ৩ মাসের জন্য বাসা ভাড়া দেন। মাস দেড়েক পর তারা আশরাফ আলী ফয়ছলের কাছে বাসাভাড়া চাইতে গেলে বিপত্তি ঘটে। আশরাফ আলী ফয়ছল ও কিছু সংখ্যক অজ্ঞাত সন্ত্রাসী তাদের প্রাণে মারার চেষ্টা করে এবং তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ব্যপারে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ দায়ের করলে তদন্তে চাঁদা দাবির সত্যতা পাওয়ায় পুলিশের পরামর্শে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর বাসাটি উদ্ধারের আশা করেছিলেন। কিন্তু এখনও বাসা দখলদারদের কাছ থেকে উদ্ধার হয়নি।
চাঁদাবাজ চক্র চাঁদা চাওয়া অব্যাহত রেখেছে। নিজের ক্রয়কৃত বাসা থাকা সত্তে¡ও তার শ্বাশুড়ি মনোয়ারা বেগম দেশে এলে ভাড়া বাসায় থাকতে হয়। তার দেশে আসার খবর পেলেই আশরাফ আলী ফয়ছলসহ চাঁদাবাজ চক্র বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে তিনি কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। একজন প্রবাসী বয়োবৃদ্ধ মহিলার বাসা উদ্ধারে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগমের বড় জামাতা আব্দুস সহিদ মনিল ইসলাম উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট