নগরীতে ইয়াবা ও গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে ফোর্সসহ নগরীর সোবহানীঘাট কাষ্টঘর রাস্তার মুখ এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি নাবিল আহমদকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার নাবিল আহমদ সিলেটের শাহপরাণ থানার তেররতন বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিধি মোতাবেক গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট