মোহাম্মাদিয়া আবাসিক হোটেল থেকে ভারতীয় পণ্যের চালান জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীর বন্দরবাজারের মোহাম্মাদিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে কোতোয়ালী মডেল থানাপুলিশ। এসময় পুলিশ চোরাই পথে আসা ভারতীয় কসমেটিক্সের বড় একটা চালান জব্দ করতে সক্ষম হয়েছে।

সেই সাথে আটক করা হয়েছে একজনকে। শুক্রবার রাত ১টার দিকে (বৃহস্পতিবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মোহাম্মদীয়ায় অভিযান চালায় কোতোয়ালী মডেল থানাপুলিশ।

এসময় ১০২নং কক্ষ থেকে অবৈধ পণ্যসহ এক ব্যক্তিকে আটক করে। তার নাম মো. তৌহিদুল ইসলাম (২৭)। তিনি নরসিংদীর রায়পুরা থানার গৌরিপুর সাকিনের হারুন মিয়া ও ইয়াছমিন বেগমের ছেলে।

এসময় তার হেফাজত থেকে বড় সাইজের ৪০ প্যাকেট Indian Pond's Beauty Face wash, ছোটো সাইজের  ৫০ প্যাকেট Indian Pond's Beauty Face wash  ৩৭০ পিস Indian skin shine cream ১৯০ পিস Indian el op-G-Cream ও ২৫টি  Indian FOGG Body Spray জব্দ করা হয়েছে।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৪ হাজার ৫৭৬ টাকা। তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালী  থানায় একটি মামলা (নং ১০/১২/৯/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট