নগরীতে আবাসিক হোটেলে অভিযান: ৯ নারী-পুরুষ আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে এক রাতে নগরীর  আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন হোটেল আলী বাবা ও হোটেল শেরাটন-এ অভিযান পরিচালনা করে। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ পুরুষ ও ৩ নারী আটক হন।

আটককৃতরা হলো: রাকিবুল ইসলাম (১৯), মো. শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতান (২২), মোছা. ডালিয়া, মোছা. রুবিনা (২২)।

অপরদিকে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোতোয়ালী মডেল থানাধীন লালদিঘীড়পাড় " ভাই ভাই "আবাসিক হোটেলে  অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে   ৩/৪ জন মধ্যবয়সী নারী ও ৩/৪ জন মধ্যবয়সী পুরুষ হোটেলের গোপন দরজা দিয়ে পালিয়ে যায় এবং বাহির থেকে দরজা আটকে দেয়।  আটককৃত আসামী মোঃ মালেক আহমেদ (৪০) দৌড়ে পালানোর চেষ্ঠাকালে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়।

পরবর্তী অভিযানে রাত ৭টায় কাজলশাহ এলাকার আবাসিক মা হোটেলে অভিযান চালিয়ে ২ পুরুষ ও ১ নারী আটক করা হয়। আটককৃতরা হলো: রাজু আহম্মেদ (৩২), রুমান আহমেদ (২৭), পারুল বেগম (বিলকিস) (৪৫)।  এসএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

এসএ/সিলেট