বিএনপি একটি পরিবার, এখানে পদ...
যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন (সিলেট-৬) গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের ধানের শীষের...
১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স
ছবি সংগৃহিত
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবার নয়, পুরো সিলেটের গৌরব।
তিনি বলেন, আজকের এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার। তাদের এগিয়ে দিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও বাড়াতে হবে। বিশেষ করে সহজলভ্য ঋণ, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করতে পারলে নারীরা অর্থনীতির মূল স্রোতে আরও শক্তভাবে দাঁড়াতে পারবেন।
তিনি শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর আরামবাগস্থ একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্স এর আয়োজনে সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন-২০২৫ ও ‘অপরাজিতা এওয়ার্ড ’ অনুষ্ঠানে সিলেটের ১২ জান নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ছিলো বিভিন্ন সেশন, যেখানে আলোচিত হয় নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ, এবং নারী নেতৃত্বের বিকাশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সিলেটসহ গোটা দেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।
বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে ও নাহিদা খান সুমি এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের একজিইউএস এম্বাসি ঢাকার এক্সচেঞ্জ অ্যালামনাই সাইদা জামিলা বকুল জুঁথি, এনআরবি ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজী, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার, মো. আনোয়ার সাদাত।
এসময় উপস্থিত ছিলেন, ড. মিহির কান্তি চৌধুরী, ইফফাত আরা খান, মিলাদ হোসেন, মাজহারুল ইসলাম জয়নাল, পিংকী রোজারিও রোজ , মাছা: শামছুন্নাহার সুমা প্রমুখ।
বুম বক্স কমিউনিকেশন্স এর উদ্যোগে সিলেট উইমেন্স ইন্টারপ্রেনারশিফ সামিট -২০২৫ ও ‘অপরাজিতা’ অনুষ্ঠানে যারা এ্যাওয়ার্ড পেলেন, রাবেয়া খান আহমেদ, শামা হক চৌধুরী, ফারমিস আক্তার, রাধাবতী দেবী, মনোজাহা পলী ইসলাম, বিলকিস আক্তার সুমি, ফেরদৌসি মোহিউদ্দিন, শেলিনা আক্তার চৌধুরী, তাহিয়া তালবিয়া মিম, তৌহিদা টাম্মি, শান্তনা দেবী, বর্ণালী দাস তৃষা। অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএ/সিলেট