ওসমানী বিমানবন্দরে নিয়মবহির্ভূত ফি আদায় : ইজারাদারকে জরিমানা

post-title

ছবি সংগৃহিত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাবলিক টয়লেটের নিয়মবহির্ভূত ফি আদায়ের ঘটনায় একটি জরিমানা হয়েছে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৫ টাকা ফি’র পরিবর্তে ১০ টাকা করে ফি আদায় করার জন্য ইজারাদারদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ।

তিনি জানান, বিমানবন্দরের পাবলিক টয়লেটে অতিরিক্ত ৫ টাকা আদায় করে ১০ টাকা প্রবেশ ফি লিখে দেওয়ালে ব্যানার টানানো ছিল, যা নিয়মবহির্ভূত। বিষয়টি যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয় এবং অভিযানের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, আদালত তাৎক্ষণিকভাবে দেয়াল থেকে ১০ টাকা ফি সম্বলিত নোটিশটি পরিবর্তন করে ৫ টাকা ফি লিখে সাঁটানোর নির্দেশ দিয়েছেন। ‘নির্দিষ্ট ফি’এর অতিরিক্ত আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি তাদেরকে সতর্ক করেন। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে একই অভিযোগ পাওয়া গেলে ইজারাদারের ইজারা বাতিল করা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এসএ/সিলেট