নগরীতে তিন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

নগরীতে তিন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর শিবগঞ্জরে একটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন- মোগলাবাজার থানাধীন কঠালপুর ফকিরপাড়ার ফারুক আহমদের ছেলে শামীম আহমদ।

বর্তমানে তিনি শাহপরান থানার মজুমদারপাড়া জসিম মিয়ার কলোনির ২৩নং বাসার অধিবাসী। আনোয়ার হোসেনের  মূল বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়াগাঁও ছাড়িবন গ্রামে।

তার পিতার নাম মৃত আরজ আলী। বর্তমানে মজুমদারপাড়ার চেরাগ মিয়ার কলোনির ৩০নং বাসার বাসিন্দা। এছাড়া মো. ইব্রাহিম ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিনগর থানার ফান্দাউকা গ্রামের সুবেদ আলীর ছেলে। তিনি মজুমদারপাড়া ১০৮নং বাসার বাসিন্দা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জের চাখুম রেস্টুরেন্টের গলিরমুখের পরিত্যক্ত কলোনির ভেতর থেকে জুয়াখেলারত অবস্থায় তাদের আটক করে শাহপরাণ থানার উপশহর পুলিশ ক্যাম্পের একদল সদস্য।

তাদের বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট