গোয়াইনঘাটের সাবেক ইউপি সদস্য কারাগারে

post-title

ছবি সংগৃহিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নৌ-পথে চাঁদাবাজি, বিভিন্ন স্থানে মারামারির মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিলেট শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন তালুকদার উপজেলার বাউওবাগ হাওর গ্রামের সাখায়াত তালুকদারের ছেলে। চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত মোট ৮টি মামলার আসামি তিনি।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, সিলেট এসএমপির শাহপরান থানাধীন খাদিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে রাত আনুমানিক ১ টার দিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

গোয়াইনঘাট থানার তদন্তকারী কর্মকর্তা মো. কবির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি চাঁদাবাজি ও মারামারি মামলায় রিয়াজ উদ্দিনকে গ্রেফতার থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট