শ্রীমঙ্গলে পৃথক অভিযানে নারীসহ দুই...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুই অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার.ও নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সৌদি প্রবাসীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় যুবলীগ নেতা ফরিদ মিয়া। বুধবার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আখলিছ ওই এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে।
আহত প্রবাসী মুহিবুর রহমান আখলিছ সকালে তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার মৃত কাজী ফুল মিয়া পুত্র কাজী ফরিদ উদ্দিন তাকে দা দিয়ে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। ফরিদ উদ্দিন সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সদস্য বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ফরিদকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
আখলিছ মিয়া আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু এর আগেই প্রতিপক্ষ যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে হামলার শিকার করে বলে এলাকাবাসীর ধারণা।
এলাকাবাসী জানায়, প্রবাসী আখলিছ মিয়া তার ক্রয়কৃত জায়গায় বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইলে ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে বাধা দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। এছাড়াও বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি পুনরায় এলাকায় বেপরোয়া হয়ে উঠেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার পরপরই ফরিদ উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এসএ/সিলেট