মাধবপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেকারি ম্যানেজারের মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মো. মোশারফ মিয়া (২৪) নামে এক বেকারি ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে মোশারফ তার মামা মো. শামসু মিয়ার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত: একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মোশারফ মিয়া মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ড পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে। সে তার মামার বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সহিদ উল্লাহ বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


এসএ/সিলেট