শাবি শাখা ইসলামী ছাত্র...
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫-২৬ সেশনের পূনর্গঠন সম্পন্ন হয়েছে।এতে শাবিপ্রবি শাখার...
ফাইল ছবি
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না বলে সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার কাছে দাবি জানালে এ আশ্বাস প্রদান করেন তিনি।
সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগে সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সিলেট অঞ্চলের প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য এ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপার কাজ সম্পন্ন হয়। এতে বহুদিনের ভোগান্তি কমেছে। কিন্তু এখনো বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হতেন।
জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আবদুল মুক্তাদির ও আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি ভূমি উপদেষ্টার কাছে অনুরোধ করেন। এ সময় তিনি সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে প্রেস ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।
সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এসএ/সিলেট