শাবি শাখা ইসলামী ছাত্র...
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫-২৬ সেশনের পূনর্গঠন সম্পন্ন হয়েছে।এতে শাবিপ্রবি শাখার...
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহিত
সিলেট নগরীর রায়নগর সবুজবাগ ১৯ বজ্রনাথ টিলার বাসিন্দা বিনয় কুমার সিং অভিযোগ করেছেন, তাদের ২৬ শতক বাড়ি রকম ভ‚মি একটি ভূমিখেকো চক্র দীর্ঘদিন থেকে দখল করে রেখেছে। আদালতের রায় বারবার তাদের পক্ষে আসার পরও প্রভাবশালী চক্র তাদের পৈতৃক ভিটার দখল ছাড়ছে না। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। পৈতৃক ভিটা দখলমুক্ত করতে তিনি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
বিনয় সিং লিখিত বক্তব্যে জানান, এই ভূমিখেকো প্রভাবশালী চক্রের সদস্য মতিউর রহমান চৌধুরীর পুত্র পারভেজ আহমদ চৌধুরী, আদনান আহমদ চৌধুরী এরং তৌহিদ আহমদ চৌধুরী। তিনি জানান, তার পরিদাদা নব কুমার সিং এর নামীয় এসএ রেকর্ডীয় বসতবাড়ি জোড়পূর্বক জাল দলিল বানিয়ে এ চক্র দীর্ঘদিন ধরে দখল করে আছেন। তার পরিদাদা নব কুমার সিং এর নামে সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার এস এ ২৮১৯ নং খতিয়ানে ১০২৮৪ নং দাগে ০.২৬০০ একর ভ‚মির মালিক স্বত্ববান ছিলেন। নব কুমার সিং নিঃসন্তান অবস্থায় পরলোক গমণ করলে ওই সম্পত্তির মনিপুরী (হিন্দু) স¤প্রদায়ের দায়ভাগ অনুযায়ী মালিক স্বত্ববান তার দাদা ইন্দ্র কুমার সিং। পরবর্তী উত্তরাধিকারী তার দাদা ইন্দ্র কুমার সিং এর নামে জাল দলিল সৃজন করেন ভূমিখেকো চক্র। ওই জাল দলিল দিয়ে স্বত্ব ঘোষণার দাবিতে সাব জজ ২য় আদালত সিলেটে তাদের বিরুদ্ধে ৫৫/১৯৯৯ নং মামলা দায়ের করেন। সেই মামলাটি দোতরফা সূত্রে খারিজ হয়।
পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে কুচক্রী মহল জেলা জজ আদালতে ৬০/২০০১ নং স্বত্ব আপীল দায়ের করেন। অতিরিক্ত জেলা জজ ১ম আদালত ওই আপিল মামলা নামঞ্জর করেন। এমনকি তারা হাইকোর্ট বিভাগের ১৯১৬/২০০৩ নং সিভিল রিভিশন দায়ের করেন। সেটিও সিভিল রিভিশনে কোন মেরিট না থাকায় খারিজ হয়। পরবর্তীতে ৮১৮/২০২২ নং লিভ টু আপিল দায়ের করলে গত ১৪ জুলাই এই লিভ টু আপিল ডিসমিস হয়। বিবাদীগণ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ পর্যন্ত মামলায় হেরেছেন। নালিশী দাগে বিবাদীগণের মালিকানা স্বত্বের কোন ডকুমেন্ট নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিনয় কুমার সিং অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচার শাসনামলে প্রভাবশালী মহল ও প্রশাসন এই ভূমিখেকো চক্রকে সাহায্য সহযোগিতা করেছে । তিনি বলেন, আমরা আশা করেছিলাম জুলাই আন্দোলনে স্বৈরাচারের পতন হওয়ার পর আমাদের পৈতৃক ভিটা ফেরত পেতে সবাই সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই ভূমিখেকো চক্র তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে এবং আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। পৈতৃক ভিটা দখলমুক্ত করা ও জানমালের নিরাপত্তায় তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজেন সিং, সুকলা সিং, জয়া রাণী দেবী, লিপি সিং, পিতং সিং, বৃষ্টি সিং, অরপিতা সিং, জিত সরকার, সুকন সুরকার, বিশাল সিং, দ্রিজেন সিং, দিপা দেবী, আমলা দেবী, দিগন্ত সিং, দুরন্ত সিং প্রমুখ।
এসএ/সিলেট