প্রফেসর ডা. এনায়েত উল্লাহর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক

post-title

ছবি সংগৃহিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডা. এম. এনায়েত উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম প্রফেসর ডা. এম. এনায়েত উল্লাহ একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ডাক্তার এম. এনায়েত উল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত: প্রফেসর ডা. এম. এনায়েত উল্লাহ সোমবার (গত ২৫ আগস্ট)  বিকাল পৌনে পাঁচ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার রাত ১১ টায় সিলেট নগরীর শিবগঞ্জ সোনার পাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিবগঞ্জ সোনার পাড়ার নিজ বাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বার্তা প্রেরক:


এসএ/সিলেট