কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি...
মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুততম সময়ে স্টেডিয়াম নির্মাণ ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। শনিবার (২৩ আগস্ট) শহরের এম সাইফুর রহমান সড়কের সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত দত্ত (১৭) নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অমিত শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।
জানা যায়, এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন অমিত। দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে হঠাৎ একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অমিতের বন্ধু সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেছে। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে।
এসএ/সিলেট