নিউইয়র্কে দিদারুলকে ‘গার্ড অব...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে (৩৬) শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ।...
গোলাপগঞ্জ এসোসিয়েশন অব কানাডার বনভোজনে অংশগ্রহণকারীদের একাংশ।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রকমারী আয়োজনে মন্ট্রিয়লে সম্পন্ন হয়েছে গোলাপগঞ্জ এসোসিয়েশন অব কানাডার বার্ষিক বনভোজন। প্রমিনেন্ড বেলিরিভ পার্কে ১১ আগস্ট দিনব্যাপী আয়োজিত বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল নৌভ্রমন। এছাড়াও নানা ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তুলে।
বনভোজনে গোলাপগঞ্জবাসী ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন। গোলাপগঞ্জ এসোসিয়েশন অব কানাডার সভাপতি এম জয়নাল আবেদীন জামিল সকালে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. ওয়াহিদুর রহমান।
শেষের দিকে ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র'র পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এম জয়নাল আবেদীন জামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমুল ইসলাম, সিলেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ এসোসিয়েশন অব কানাডার সভাপতি মুহিন আহমদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুহিবুর রহমান, সহ সভাপতি তোলা মিয়া, সদস্য আব্দুল মুকিত, দেলওয়ার হোসেন, শাওন আহমদ, সিমু চৌধুরীসহ অনেকে।
মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন মার্বেল দৌড়ে ১ম লাইলী বেগম, ২য় সেবিন রহমান, ৩য় হাবিবা তায়িবা ও লাবিবা আক্তার। দৌড়ে ১ম ঈশা, ২য় আয়েশা ও ৩য় আদিবা। বালিশ বদলে ১ম রামিসা, ২য় ইয়াসমিন ও ৩য় লাবিবা আক্তার। মিউজিক্যাল চেয়ারে ১ম লিনা, ২য় ফাতেমা ও ৩য় সালেহা। ইন-আউটে ১ম লাবিবা আক্তার, ২য় মাইশা ও ৩য় তাহেরা আবেদীন।
ছেলেদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন দৌড়ে ১ম আক্তার, ২য় নাজমুল ও ৩য় হানিফ। শিশুদের দৌড়ে ১ম সাঈদ আহমদ শাহান, ২য় সাফওয়ান ও ৩য় মিহরান। ইন-আউটে ১ম রাফি, ২য় লায়েছ ও ৩য় জিয়া। মোরগ লড়াইয়ে ১ম সাফিদ আহমদ ও ২য় লায়েছ। পাঞ্জায় ১ম নাঈম ও ২য় সাফিদ আহমদ।
সিএন/০১
সিএন/০১