নিউইয়র্কে দিদারুলকে ‘গার্ড অব...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে (৩৬) শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ।...
ছবি সংগৃহীত
যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ শহরে ছেলের হাতে বাংলাদেশি বাবা হত্যার শিকার হয়েছেন। হত্যকাণ্ডের শিকার বাবার নাম হাজি আতাউর রহমান বিলাত মিয়া।
২২ জুলাই ভোরে তিনি নিজ বাসায় এ হত্যার শিকার হোন। সত্তোরর্ধ্ব বিলাত মিয়া কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকার বাসিন্দা।
জানা গেছে, মানসিক সমস্যায় আক্রান্ত ছেলে ২২ জুলাই মধ্যরাতে বাবার পেটে ও গলায় ছুরি চালিয়ে হত্যা করে। এ সময় শব্দ পেয়ে বাসার অন্য রুমে থাকা মেয়ে ও মেয়ের স্বামী এলে তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে ঘাতক।
এরপর সে বাসার ওপরের অ্যাটিক দিয়ে লাফিয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই বিলাত মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। ঘাতক ছেলে কিছু দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিল। কয়েক মাস আগে বাবা বিলাত মিয়া তাকে নিয়ে আসেন।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, নিহত বিলাত মিয়ার স্ত্রী বছর দুয়েক আগে মারা যান।
ঘাতক ছেলে দাবি করেছে, তার মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে বাবাকে পাঠিয়ে দিতে। নিহত বিলাত মিয়ার গ্রামের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদরের উলুআইল গ্রামে।
অপর এক পক্ষ বলছে, বাবা বিলাত মিয়ার কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানানোয় এ হত্যাকান্ড হয়।
এসএ/সিলেট