গ্রেনেড হামলা: তারেক রহমানের খালাসের...
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে।...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে পারিবারিক কলহের জেরে মুমিন হত্যা মামলার রায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড করা হয়েছে। একই রায়ে মামলার আরও ১২ আসামিকে খালাস প্রদান করা হয়।
ছয় বছর আগে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। নৃশংস এ হত্যাকাণ্ডে যে বিচার পাওয়া দরকার ছিল, আদালত তা দিয়েছেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। রায়ের সময় আদালতে আসামিরা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে মামলার অপর ১২ জন আসামিকে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের মার্চ মাসে পারিবারিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সিলেটের জকিগঞ্জের মুমিনকে রাতের বেলায় ডেকে নেয় একদল লোক। পরে তাকে নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত মুমিনের পরিবার মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।
এসএ/সিলেট