কানাইঘাটে গণসংযোগ ও পথসভায় চাকসু মামুন

জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে কেউ সরাতে পারবেনা

post-title

সংগৃহীত

জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে কেউ সরাতে পারবেনা বলে জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জকিগঞ্জ - কানাইঘাটের  উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। দলমত নির্বিশেষে সর্বস্তরেরর মানুষ আমাকে সহযোগিতা করে যাচ্ছে। এবারের নির্বাচনকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে বেছে নিয়েছি। কোনো ধরনের ষড়যন্ত্র উন্নয়নের এ আন্দোলন থেকে সরাতে পারবেনা। 

মঙ্গলবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলার ঝিঙ্গাবাড়ি মোরা, বোরহান উদ্দিন বাজার,  ফাগু,ফালজুড়, কাপ্তানপুর সহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।  
ঝিঙ্গানাড়ি মোরাতে ফারুক আহমদের সভাপতিত্বে ও যুবনেতা বাহার উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  এলাকার বিশিষ্ট মুরব্বি তাজ উদ্দিন, শামীম আহমদ, মকবুল মিয়া, সাদেক  হোসেন, জাকারিয়া আহমদ,রুহেল মিনহাজ উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ। অন্যান্য পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন হাজী মতছির আলী, আব্দুর রহমান হাজী, বুলবুল আহমদ, তাজ উদ্দিন, সমছুদ্দিন, বুলবুল,এবাদুর রহমান, যুবনেতা মাসুম আহমদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক