কানাইঘাটে ট্রাক্টরভর্তি লোভার পাথরসহ...
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে পরিবহণকালে ট্রাক্টর ভর্তি পাথর সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারী)...
ছবি সংগৃহীত
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে পরিবহণকালে ট্রাক্টর ভর্তি পাথর সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারী) গ্রেফতারকৃত এ দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মিজানুর রশিদ ও মৃত নুর উদ্দিনের পুত্র এখলিম হোসেন। থানা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়েছে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি দল চরিপাড়া লোভামুখ বাজার ঘাটে অভিযান চালিয়ে ১টি ট্রাক্টর ভর্তি প্রায় ৫০ ঘনফুট পাথর সহ এ দুইজনকে গ্রেফতার করা হয়।
পাথর আটকের ঘটনায় থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে মামলা দায়ের করেন। থানা পুলিশ মাঝে মধ্যে পাথর আটক করলেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বন্ধ হওয়া লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে ট্রাক ও ট্রাক্টর গাড়ি যোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাধে পাথর পরিবহণ করে যাচ্ছে।
এসব অবৈধ পাথর চরিপাড়া সুরমা নদীর ঘাট, আন্দুরমুখ বাজার, উজানফৌদ সুরমা নদীর ঘাট, মন্তাজগঞ্জ, দনা সুরমা বাজার ও জকিগঞ্জের আটগ্রাম বাজার ঘাটে সম্পুর্ণ অবৈধ ভাবে মজুদ করে বিক্রি করে যাচ্ছে এই চক্রটি।
এসএ/সিলেট