সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বুধবার (২০ আগস্ট) বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের কমিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন)  প্রত্যসন সিংহ।

জানা যায়, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপথরের প্রায় ১০ লাখ ঘনফুট পাথর লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি জানাজানি হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। রিট হয় উচ্চ আদালতে। আদালত লুন্টিত পাথর উদ্ধার করে আবার যথাস্থানে প্রতিস্থাপনের নির্দেশ দেন। এরপর সিলেট এবং নারায়নগঞ্জে শুরু হয় প্রশাসনের সাঁড়াশি অভিযান। বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে ৫ লক্ষাধিক ঘনফুট সাদাপাথর।

আর গত ১২ আগস্ট সিলেটের জেলা প্রশাসক গঠন করেন একটি তদন্ত কমিটি। কমিটির অপর দুই সদস্য হলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আফজালুল ইসলাম ও কোম্পানীগঞ্জের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার।

তবে পাথর লুটের ঘটনায় আজিজুন্নাহারের যোগ-সাজশের অভিযোগ থাকলেও তাকে তদন্ত কমিটির সদস্য করায় এই কমিটিকে নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়। কমিটি ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। পরে আরও ৭২ ঘন্টা সময় বাড়ানো হয়। বুধবারই ছিল বর্ধিত সময়সীমার শেষ দিন।

এসএ/সিলেট