নোমান হত্যার দায় স্বীকার শ্যালক...
আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশের রিমান্ড শেষ জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার দায় স্বীকার করলেন শ্যালক সুমন। রবিবার চার দিনের...
ফাইল ছবি
দক্ষিণ সুরমার চন্ডীপুলে দাপ্তরিক দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী। সোমবার নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা সোয়া ১টায় সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান। এ সময় এম এ সালাম ৫ জন দোকান কর্মচারীকে নিয়ে মো. ইসমাইল হোসেনের ওপর হামলা করেন।
হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত ইসমাইল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন। এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার দক্ষিণ সুরমা থানায় মামলা (নম্বর ০৮, তারিখ: ১৯/০৮/২০২৫) দায়ের করেন।
রাতেই পুলিশ হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তাররা হলেন সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।
এসএ/সিলেট