বেপরোয়া ট্রাক কেড়ে নিল সোহাগের প্রাণ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের  জৈন্তাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে বুধবার (২০ আগস্ট) ভোরে তিনি মারা যান। 

নিহত তাহমিদুর সোহাগ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের পুত্র।

৩ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই থাকেন যুক্তরাজ্যে, ছোট বোন সিলেটে। সোহাগের স্বপ্ন ছিলো অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাবে। ২০২৪ সালে এইচএসসি পাস করে এখন তিনি আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ৩০ আগস্ট তার পরীক্ষা ছিলো।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের গ্যাস ফিল্ডের পাশে উমনপুর টার্নিংয়ে এক বন্ধুর সাথে মোটরসাইকেল করে আসছিলেন সোহাগ। এসময় সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা ২ জনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে সোহাগকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বুধবার (২০ আগস্ট) ভোরে তিনি মারা যান।  তার সাথে থাকা তার বন্ধু সাফি হাত ভেঙ্গে গেছে। তিনি বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  দুর্ঘটনায় সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

এসএ/সিলেট