বিয়ানীবাজার পৌর শহরে ডাকাতি, অর্ধকোটি...
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আবুল মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতদল নগদ...
ছবি সংগৃহীত
খাদিম জাতীয় উদ্যানে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন গোয়াইনঘাট থানার বননগরের বিন্না কান্দি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
সোমবার মধ্যরাতে কানাইঘাট থানাধীন পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) এয়ারপোর্ট থানাধীন খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে পূর্ব বিরোধের জের ধরে গোয়াইনঘাট থানাধীন বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল কাদের আজাদ (২৮) কে দেলোয়ার ছুরিকাঘাতে হত্যা করে।
ঘটনার দিন এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সময় দেলোয়ারের ব্যবহৃত মোটর সাইকেলসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করে। এ বিষয়ে আব্দুল কাদির আজাদের মা গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেলোয়ারকে প্রধান আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
এসএ/সিলেট